

রাউজান নিউজ ডেক্স :
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫।
চট্টগ্রামের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম – চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুলের তিনটি বিভাগ—জুনিয়র, মিডল এবং সিনিয়র স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল প্রশাসনের চেয়ারম্যান জনাব নবাব সিরাজউদ্দৌলা এবং পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ—ড. মোহাম্মদ ইউসুফ, ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, নাসির উদ্দিন, জিয়াউর রহমান এবং অন্যান্য সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র ও সিনিয়র স্কুলের অধ্যক্ষ, সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান (HoD), ক্লাস হেড ও শিক্ষকমণ্ডলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুলের বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীতের মাধ্যমে, এরপর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মার্চপাস্ট এবং ক্রীড়া শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পুরো দিনজুড়ে চলা ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, রিলে রেস, শটপুটসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়, যা তাদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য ও প্রতিযোগিতার চেতনাকে উদ্বুদ্ধ করে।
সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল তাঁর বক্তব্যে বলেন, “একজন শিক্ষার্থীকে শুধুমাত্র শ্রেণিকক্ষে নয়, খেলাধুলার মাঠেও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হয়। আজকের এই প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, অধ্যবসায় এবং স্পোর্টসম্যানশিপ গড়ে তুলবে। আমি আশাবাদী, এই আয়োজন তাদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, ক্লাস হেড ও বিশিষ্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সফলভাবে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় ও স্মরণীয় দিন হয়ে থাকবে।
