তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে

Pioneer

দক্ষিণ রাউজানের সুন্নিয়তের প্রাণকেন্দ্র নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা আজিজ উদ্দিনের সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মুহাম্মদ জাহেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল মিয়া।

আরো পড়ুনঃ পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ জাহেদুল হক।

শিক্ষকমন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন আরবী শিক্ষক মাওলানা বখতেয়ার উদ্দীন, মুহাম্মদ আখতার হোসাইন, মুহাম্মদ সালাহ উদ্দীন, মিজানুল করিম, সৈয়দ মহিউদ্দিন, মুহাম্মদ মোরশেদ, ইংরেজি শিক্ষক মীর আশরাফুল হক, সৈয়দ আসিফ উদ্দীন, আমিনুল হক, গণিত শিক্ষক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, আবু জাহেদ,

মুহাম্মদ আসিফ রায়হান, নুর মোহাম্মদ, নাঈমুর রহমান নয়ন, সুরিয়া আকতার, কোহিনুর আকতার, নিগার সুলতানা, রাজিয়া সুলতানা, সানজিদা আকতার, মমতাজ বেগম, আফসানা তাহের আফরিন, সীমা আকতার, কুলসুমা আকতার, নাফিসা আকতার, শামীম আরা।

এতে আরো উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অভিবাবকবৃন্দ।

আরো দেখুনঃ ফিলিস্তিনকে মুছে দিতে ইসরাইলের ভয়াবহ চক্রান্ত

দোয়া মাহফিল ও জাতীয় সংগীত পরিবেষনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রীড়া প্রতিযোগীতায় উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ১০০, ২০০ ও ৩০০ মিটার দৌড়, মোরগ লড়াই, মার্বেল চামচ দৌড়, দড়ি লাফ, চেয়ার বদল, বুদ্ধির পরীক্ষা, বালিশ খেলা সহ আরো নানান প্রতিযোগীতার মাধ্যমে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়।

AL Sheraz