দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে এক শিশুর মৃত্যু

Pioneer

দোলনার রশি গলায় পেঁচিয়েঃ মেহরাজ হোসেন রাকিব (৬) খেলার সময় দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজা বাপের বাড়িতে গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে এক শিশুর মৃত্যু

মেহরাজ হোসেন রাকিব

রাউজানের সকল খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ রাউজান নিউজ

মেহরাজ হোসেন রাকিব উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজা বাপের বাড়ির মুহাম্মদ আলমগীরের ছেলে।মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির পিতা মুহাম্মদ আলমগীর ছেলে হারানোর বেদনা নিয়ে বলেন, রাকিব দোলনায় ছড়ার জন্য কান্নাকাটি করলে তাকে ঘরের বারান্দায় রশি দিয়ে দোলনা বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই দোলনায় ছড়ে সে খেলছিল কিন্তু হঠাৎ দোলনার রশি গলায় পেঁচিয়ে গেলে মুমূর্ষু অবস্থায় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

AL Sheraz

One thought on “দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে এক শিশুর মৃত্যু

Comments are closed.