বসুন্ধরা ইমপ্রেস ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলায়

Pioneer

বসুন্ধরা ইমপ্রেসঃ বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস ৩১ হাজার ৭শ মেট্রিকটন কয়লা নিয়ে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে ভিড়েছে । বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় নোঙর করে ।

বসুন্ধরা ইমপ্রেস ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলায়

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এই কয়লা দিয়ে খুব দ্রুত আবারো উৎপাদনে যাবে। এর আগে গত ২৪ জুলাই ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজটি ৪৯ হাজার ৭শ মেট্রিকটন কয়লা নিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া ছেড়ে আসে । চট্টগ্রাম বন্দরে ৫ আগস্ট জাহাজটি পৌঁছালে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে।

আরো পড়ুনঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, ২৯৫৯ জন হাসপাতালে

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার উল আজিম জানিয়েছেন কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা বন্দর থেকে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

গত বছরের ২৩ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট এবং ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের বাণিজ্যিকভাবে উৎপাদনে শুরু করে।

AL Sheraz

One thought on “বসুন্ধরা ইমপ্রেস ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলায়

Comments are closed.