রাউজানে খালে পড়ে  এক শিশুর মৃত্যু

Pioneer

কামরুল ইসলাম বাবু :

রাউজানে খালে পড়ে  এক শিশুর মৃত্যু হয়েছে।

২মে বৃহস্পতিবার সকালে ১১টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নে মীরধারপাড়া গ্রামের জালাল ডাক্তারের বাড়ির মোহাম্মদ আলীর কন্য রেখা নামে  দুই বছরের এক শিশু বাড়ির পাশে  কাঠালভাঙ্গার কুল খালে পড়ে মৃত্যু হয়েছে।

রেখার চাচাতো ভাই মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল ১১টার সময় পরিবারের সকলের অগোচরে রেখা বাড়ির পাশে খালে পড়ে যায়। সবাই খোঁজাখুঁজির পর কাঠালবাঙ্গা কুলের পুলের পাশে পাওয়া যায়।

স্থানীয়রা উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হসপিটালে আনলে  ডাক্তার মৃত বলে ঘোষণা করে।

AL Sheraz