রাউজানে পরিত্যক্ত দোকান থেকে ২৫ কেজি ওজনের অজগর উদ্ধার

Pioneer

রাউজানে পরিত্যক্ত দোকান থেকে ২৫ কেজি ওজনের অজগর উদ্ধারঃ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়া গ্রামের জনসাধারণ পরিত্যক্ত একটি চায়ের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন।ইউনিয়নের পূর্ব ডাবুয়া গ্রামের সার্বজনীন পূজা মন্ডপের পাশে অজিতের চায়ের দোকানের ছাদ থেকে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে উদ্ধারের পর চট্টগ্রাম বন বিভাগের একটি দল বনে অবমুক্ত করে দিয়েছেন।

রাউজানে পরিত্যক্ত দোকান থেকে অজগর উদ্ধার

আরো পড়ুনঃ আবর্জনা ক্রয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর মেয়র

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন তালুকদার বলেন, অজগরটি দুপুর থেকে অজিতের পরিত্যক্ত চায়ের দোকানের ভিতরে বিমের উপর অবস্থান করে। এলাকাবাসী সাপটির বিষয়ে জানার পর আমাকে খবর দেন। আমি খবর পাওয়ার পর বিষয়টি উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদারকে জানাই। রাউজান ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন,উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার আমাকে এই বিষয়ে জানানোর পর আমি চট্টগ্রাম বন বিভাগের একটি সাপ ধরা দলকে নিয়ে এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করি। বিকেল ৫টার দিকে চট্টগ্রাম বন বিভাগের ওই দলটি সাপটিকে ঠান্ডাছড়ি বনে অবমুক্ত দিয়েছেন। অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট ও ওজন প্রায় ২৫ কেজি।

AL Sheraz

One thought on “রাউজানে পরিত্যক্ত দোকান থেকে ২৫ কেজি ওজনের অজগর উদ্ধার

Comments are closed.