রাউজানে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Pioneer

রাউজান নিউজ ডেক্স :

রাউজানে মহিষ চরাতে গিয়ে ‘বজ্রপাতে’ মো. ওসমান গণি (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হালদা শাখা খাল সংলগ্ন বাড়িঘোনা চর এলাকার একটি বিলে এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি ওই এলাকার প্রয়াত আবদুল খালেকের ছেলে ও স্থানীয় মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুনের আপন ছোট ভাই।

 

জানাযায়, ওসামন মহিষ লালন-পালন আর চাষাবাদ করতেন। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিদিনের মতো মহিষ চরাতে হালদা শাখা খাল সংলগ্ন বিলে গিয়েছিলেন ওসমান। দুপুরে সেখান থেকে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজতে গিয়ে তার মরদেহ পান।

 

তার মাথার টুপি ঝাজড়া এবং শরীরের লোম পুড়া অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয়দের মতে, আনুমানিক দুপুর ১২টার দিকে বিকট শব্দের একটি বজ্রপাত হয়। উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, ‘বারিঘোনা এলাকায় তিনি মহিষ চারাতে যান।

 

সেখানে বজ্রপাতে মারা গেছে বলে শুনেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি টুপি পুড়া ছিল, বজ্রপাতের আলমত ছিল। তাই সবার ধারণা বজ্রপাতে মারা গেছেন। নিহতের ৫ বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছ।

AL Sheraz