রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Pioneer

রাউজান নিউজ ডেক্স :

রাউজানে আপন বড় ভাইয়ের হাতে ছোটো ভাই মো. সোহাগ মিয়া (৪৫) খুন হয়েছেন। ১৫ মে বুধবার রাতে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ও হত্যাকারী দুইজনই ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে বলে জানাযায়।

 

স্থানীয় সুত্রে জানাযায় , নিহত সোহাগ মিয়ার সঙ্গে তার আপন ভাই সোনা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমি সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে আদালতে। গতকাল আদালতে শুনানি ছিল। সেখান থেকে ফিরে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সন্ধ্যায় সোহাগকে ছুরিকাঘাত করেন সোনা মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল আদালতে স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহাগকে ছুরিকাঘাত করেন তার ভাই সোনা মিয়া। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সোহাগ মারা যান। ’

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, এ ঘটনায় আজ সকাল ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

AL Sheraz