রাউজানে হালদা নদীর তীর রক্ষা বাঁধে আটকে থাকা পঞ্চাশোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার

Pioneer

রাউজান নিউজ ডেক্স :

রাউজানে হালদা নদীর তীর রক্ষা বাঁধে আটকে থাকা পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  বৃহস্পতিবার (৬ জুন) রাত নয়টার দিকে পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া কাসেম নগর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই নারী বোরকা পরা ছিলেন। তাঁর নাক দিয়ে রক্ত আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত আটটার দিকে স্থানীয় লোকজন নদীর পারে হাঁটাহাঁটির সময় তীর রক্ষা বাঁধে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশের তথ্য অনুযায়ী  মরদেহটি জোয়ারে অন্য এলাকা থেকে ভেসে এসেছে। কারণ, এই এলাকার কোনো নারী নিখোঁজ আছেন, এমন তথ্য পুলিশকে কেউ জানায়নি।

পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আরিফ  গণমাধ্যমকে জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  হত্যাকাণ্ড নাকি ডুবে মারা গেছেন, সেটি নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

AL Sheraz

One thought on “রাউজানে হালদা নদীর তীর রক্ষা বাঁধে আটকে থাকা পঞ্চাশোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার

Comments are closed.