রাউজানে ১শত ৮০ লিটার মদ উদ্ধার, একজন আটক

Pioneer

রাউজান নিউজ ডেক্সঃ

রাউজানে পাহাড়ী চোলাই মদ পাচারকালে ১শত ৮০ লিটার পাহাড়ী চোলাই মদ সহ এক জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ এরশাদ (৪০) বলে জানাযায়। ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার সময়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই টুটুন মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের রাউজানের বাগোয়ানের গশ্চি কালু মরার টেক এলাকায় চট্টগ্রাম অভিমুখে আসা চট্ট মেট্রো- ১১-১৪০৮ নম্বরের পিকআপ ভ্যান আটক করেন।

আরো পড়ুনঃ রাউজানে মহাকবি নবীণ চন্দ্র সেনের ১৭৭তম জন্ম বার্ষিকী পালিত

পিকআপ ভ্যনে তল্লাসী করে ১শত ৮০ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্বার করে পুলিশ। পিক আপ ভ্যানটি পুলিশ আটক করেন রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই অজয় দেব শীল বলেন, একশত আশি লিটার পাহাড়ী চোলাই মদ সহ আটক মাদক ব্যবসায়ী মোঃ এরশাদের বিরুদ্বে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

৮ ফেব্রুয়ারী মাদক ব্যবসায়ী মোঃ এরশাদকে আদালতে সোপর্দকরা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী মোঃ এরশাদ চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার দৌলতপুর ফাজিল হাট এলাকার ১নং বড়উঠান ইউনিয়নের মীর পাড়া মোজ্জামেল ডাক্তারের বাড়ীর মৃত জালাল আহম্মদের পুত্র।

AL Sheraz