রাউজান নিউজ ডেক্স:
দীর্ঘ সাত বৎসর পর রাউজান ক্লাব তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম শুরু করেছে। শুক্রবার ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠান থেকে এলাকার দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন, ঢেউটিন, বিভিন্ন খাতে আর্থিক সাহায্য দেয়া হয়েছে। ক্লাবের যাকাত তহবিল থেকে এসব সহযোগিতা গরীব মানুষকে দেয়া হয়েছে বলে ক্লাবের কর্মকর্তাগণ জানায়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার পরিচালক হাফেজ সোলাইমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের দাতা সদস্য প্রবাসী মোহাম্মদ হাতেম, প্রবাসী মোহাম্মদ লোকমান, ক্লাবের সভাপতি ডাক্তার ওমর ফারুক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবুল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি রিয়াজুল হাছান, মাসুম চৌধুরী, আব্দুর রহিম, তসলিম উদ্দিন, রিদোয়ান শাহ, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহেদ চৌধুরী, শফি সিকদার, রোবেল, ছমিউদ্দিন নিজাম, মোহাম্মদ জাফর, মোঃ নুরুল ইসলাম, নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান থেকে ৩৭ জনকে ১লক্ষ ২৮ হাজার টাকার জিনিসপত্র বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি