
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো আচেহ প্রদেশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার অভ্যন্তরে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
উৎপত্তিস্থল: আচেহ প্রদেশ
গভীরতা: ১০ কিলোমিটার
মাত্রা: ৬.৩
সময়: বৃহস্পতিবার, সকাল ১১:৫৬ (স্থানীয় সময়)
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) প্রাথমিকভাবে মূল্যায়ন করে জানিয়েছে যে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই।
আরো পড়ুনঃ ভারত মহাসাগরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এর সন্নিকটে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চলমান আকস্মিক বন্যা এবং ভূমিধসের সংকটের মধ্যেই এই ভূমিকম্প দেশটির জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করলো। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিতে ইতিমধ্যে ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
আরোঃ মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ
বৃহস্পতিবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি