ইফতার মাহফিলে গিয়াস কাদের চৌধুরী- সকল অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কলম শানিত করতে হবে।

Raozan IT

রাউজান নিউজ ডেক্স ঃ

বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাসভবন গুডস্ হিলে সাংবাদিকদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে দলের চেয়ারপার্সনের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। ২৬ মার্চ এই ইফতার মাহফিলে যোগ দেয়া সাংবাদিকগণ বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে সাংবাদিকদের উপর নানা নির্যাতনের কথা তুলে ধরেন। ইফতার মাহফিলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী এখনো স্বৈরচারের পক্ষে কাজ করে দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কলম শানিত করতে হবে।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহনেওয়াজ,সাধারণ সম্পাদক সালে নোমান সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু, কালের কন্ঠ ব্যুরো চীপ মোস্তফা নঈম,দৈনিক আমার দেশের ব্যুরো চীপ শোহাগ বিশ্বাস, গ্লোবাল টিভি ইনচার্জ গোলাম মওলানা মুরাদ, দিনকাল ব্যুরো চীপ হাসান মকুল,দৈনিক ইনকিলাব ব্যুরো চীপ সাইফুল আলম, পূর্বকোন সি:রিপোর্টোর মোঃ আলী, আজাদী সিঃ রিপোর্টোর মোরশেদুল আলম, কালবেলা ব্যুরো চীপ সাইদুল ইসলাম,

 

৭১টিভি ব্যুরো চীপ সাইফুল ইসলাম শিল্পী, এটিএন নিউজ ইনচার্জ এম,এ আকাশ,সকালের সময় ব্যুরো চীপ এস,এম,পিন্টু,বাংলাদেশের আলো ব্যুরো চীপ মোঃআমিন, ,কালের কন্ঠ সাংবাদিক মিহরাজ , দৈনিক আজাদীর মীর আসলাম, পূর্ব কোণের মোঃ জাহেদুল আলম, সি প্লাস টিভি রাউজান প্রতিনিধি জয়নাল আবেদীন, সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আনিস, উপস্থিত ছিলেন : বিএনপি নেতা ইন্জিনিয়ার বেলায়ত হোসেন, রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহম্মদ, আবু জাফর, পৌরসভার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সোহেল,শাহাজান শাকিল, বিএনপি নেতা আবূুল হাকিম,ছাত্র দলনেতা তসলিমা উদ্দিন, ছোটন আজম,লিটন মাহাজন,আবুল হাসেম,নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

AL Sheraz