ইলিবেক প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য মাতৃভাষা শিক্ষার নির্ভরযোগ্য মাধ্যম: বিদেশে অবস্থানরত বাংলাদেশি অভিভাবকদের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ইলিবেক (ELIBEC – E-Learning Initiative for Bangladeshi Expats’ Children)। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশি কারিকুলামভিত্তিক অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি।
ইলিবেক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিশ্বের ১৩টি দেশ থেকে ৪০ জনের বেশি বাংলাদেশি প্রবাসী শিশু ইতোমধ্যে ইলিবেক-এর অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অবস্থানরত পরিবারগুলোর সন্তানরা নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মে পড়াশোনা করছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো বিদেশে থেকেও যেন বাংলাদেশি শিশুরা মাতৃভাষায় এবং দেশীয় কারিকুলামে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যে ইলিবেক অভিজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর অনলাইন ক্লাস পরিচালনা করছে। জুম ও গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস, নিয়মিত মূল্যায়ন, অ্যাসাইনমেন্ট এবং অভিভাবক–শিক্ষক যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন দেশের সময় অঞ্চল বিবেচনায় একাধিক সেকশন চালুর ব্যবস্থাও রয়েছে।
বর্তমানে ইলিবেক প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চালু রেখেছে। নতুন শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ সপ্তাহের ফ্রি যাচাই (Trial) ক্লাস, যার মাধ্যমে অভিভাবকরা ক্লাসের মান ও শিক্ষাদান পদ্ধতি পর্যবেক্ষণ করে ভর্তির সিদ্ধান্ত নিতে পারেন। ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে এবং বছরের যেকোনো সময় ভর্তি করার সুযোগ রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ইলিবেক ‘সিরাজগঞ্জ পৌরসভা’ থেকে কিন্ডারগার্টেন স্কুল ক্যাটাগরিতে সরকারি লাইসেন্সপ্রাপ্ত (লাইসেন্স নং: 25008825019007530)। পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি লাভের পথে অগ্রসর হচ্ছে।
ইলিবেক কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে।
ইলিবেক সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: ইলিবেক ওয়েবসাইট
যোগাযোগ: ই-মেইল: [email protected]
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি
