নোয়াপাড়ায় এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উঠান বৈঠকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে-চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগ মনোনীতো প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী বুধবার বিকেলে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফতে আলী মিস্ত্রী বাড়ী মসজিদ সংলগ্ন মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।উঠান বৈঠকে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল মিয়া।
আরো পড়ুনঃ উরকিরচরে বাবার পক্ষে ভোট চাইলেন ফারাজ করিম চৌধুরী
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর হোসেন, সাবেক মহিলা ইউপি সদস্য ফাতেমা নূর, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ইন্জিনিয়ার শাহেদ মজুমদার,যুবলীগ নেতা সালেহ জহুর, চাঁন পাড়া ফতে আলী মিস্ত্রী বাড়ী জামে মসজিদের মুতাওয়াল্লি মুহাম্মদ ইউনুছ, চাঁন পাড়া ফতে আলী মিস্ত্রী বাড়ী জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি শেখ আহমদ, ডাক্তার মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ছালামত উল্লাহ বাবুল, নুরুল আজম মজুমদার, এসকান্দর, হাসি মিয়া, ইলিয়াছ সওদাগর, মুহাম্মদ ইউসুপ, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ আলম, মুহাম্মদ সেলিম মজুমদার, মুহাম্মদ জাহেদ মজুমদার, মুহাম্মদ হোসেন মজুমদার সহ আরো অনেকে।
এ সময় চেয়ারম্যান বাবুল মিয়া বলেন- নৌকা মানেই উন্নয়ন, এটা আপনাদের মনে রাখতে হবে। দীর্ঘদিন এই সরকার ক্ষমতায় থাকার কারণে মানুষ অনেক উপকৃত হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও আমাদের প্রিয় নেতা এবিএম ফজলে করিম চৌধুরীকে পঞ্চমবারের মত বিজয়ী করতে হবে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি