কক্সবাজার ঈদগাঁওয়ের বিল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

AL Sheraz

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর বিলের পানি থেকে নাঈম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাঈম ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

পরিবারের সদস্যরা জানানঃ

গত ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে শিশু নাঈম বাড়ির পাশে খেলতে বের হয়। নির্ধারিত সময়ে সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

আরো পড়ুনঃ

পরের দিন, ৫ ডিসেম্বর, শুক্রবার ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন গ্রামের একটি বিলে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজন ও এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় একটি নিষ্পাপ শিশুকে হারিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

AL Sheraz

One thought on “কক্সবাজার ঈদগাঁওয়ের বিল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Comments are closed.

AL Sheraz