কালুরঘাটে নতুন রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ মে

Raozan IT

কালুরঘাটে নতুন রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ মেঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট রেল ও সড়ক সেতুর বহুল প্রতীক্ষিত নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর আগামী ১৪ মে স্থাপন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেতুটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার (২ এপ্রিল) সকালে বোয়ালখালীতে গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবসারের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা ফারুক ই আজম এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অংশ নেবেন এবং একই দিনে কালুরঘাটে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি চট্টগ্রাম ও বোয়ালখালীবাসীর বহুদিনের দাবি, যা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।”

আরো পড়ুনঃ ভুজপুর রাবার ড্যাম অপসারণের  দাবিতে সর্তারঘাটে  মানববন্ধন

তিনি ন্যায়বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করা ছাড়া সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করা আবশ্যক, যাতে অন্যায়কারী শাস্তি এড়াতে না পারে।”

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার, উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদ আলম, নায়েবে আমির ডা. আবু নাছেরসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন কালুরঘাট সেতু বাস্তবায়িত হলে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং সংযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

AL Sheraz