সমাজের সর্বস্থরে রাসূল (স:) এর জীবনাদর্শ বাস্তবায়নের লক্ষে উত্তর গশ্চি তালিমুল কুরআান নুরানি একাডেমির উদ্যোগে ২৫ জানুয়ারী ২২তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমিনুর রহমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহাতাব উদ্দীন সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন আড়াইহাজারী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেখল হামিউসসুন্নাহ্ মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ইসমাঈল খান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী এমদাদুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক হযরত মাওলানা আহমদ বিন আব্দুস সালাম, রাউজান বদুপাড়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আব্দুস সমী, গশ্চি এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা শফিউল আলম।
আরো পড়ুনঃ তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে
এতে আরো উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দার, প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, সাংবাদিক কামরুল ইসলাম বাবু, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, মোহাম্মদ ইউসুফ, উসমান, সিরাজ, মনজুর, মামুন, সুমন, তালেব আলী, সৈয়দ আহমদ, ইমন, আনিস সহ আরো অনেকে।
২ thoughts on “গশ্চি তালিমুল কুরআান নুরানি একাডেমির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল”
Comments are closed.