গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত

Raozan IT

দক্ষিণ রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নবর্ষবরণ উৎসব উদযাপিত হয় । কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা , সাংস্কৃতিক অনুষ্ঠান, বলি খেলা, পিঠা উৎসব, পান্তাভাত ভোজন ও আলোচনা সভা।

গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর হায়দার এই বর্ষবরণ কর্মসূচির শুভ উদ্ভোদন করেন। এতে উপস্থিত ছিলেন শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামিম আল্ আজাদ, জাহাঙ্গির টুটুল, নুরুল আজম, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, মোহাম্মদ জিয়াউর রহমান, বেলাল হোসেন, সিদ্দিক আহম্মদ, জাহাঙ্গীর আলম।

আরো পড়ুনঃ স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারা আল্লাহর অনুগ্রহ – জামায়াত আমির

প্রতিষ্টানের প্রধান শিক্ষক কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রতন কান্তি শিল, শিক্ষক মোহাম্মদ জাবেদ হোসেন, বিপ্লপ নন্দী, মৌলানা আলী আজম, টুটুল সেন, রক্সি মহাজন. কাজী মোহাম্মদ শিহাব উদ্দীন, মিঠুন কর, মোহাম্মদ রানা সোহেল, শাহাদাত হোসেন, মোহাম্মদ সুমন, আবদুল কাদের, আবদুল মান্নান, নারায়ন দাশ, নাহিদ সুলতানা, সুমি আকতার, নাজমা আকতার,তাসনোভা আকতার, আসমা আকতার, সাবরিনা মামুন, প্রিয়া বড়ুয়া , সুজয় বড়ুয়া ।

AL Sheraz