গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ শাখার উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ শাখার উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিতঃ পবিত্র রবিউল আউয়াল মাস এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভাগমনকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান দক্ষিণ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেট থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই জশনে জুলুসে রাউজানের বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়্যবা, জাতীয় পতাকা এবং মহানবীর আদর্শ ও বিভিন্ন বাণী সম্বলিত ব্যানার ও ফেস্টুন শোভা পায়।

রাউজানে নোয়াপাড়ায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

শোভাযাত্রা শেষে নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। গাউসিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ রাউজান শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ ও নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল বশর বাবুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইউছুপ তালুকদার, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিএনপি নেতা আবছার মেম্বার, যুবদল নেতা জানে আলম সহ আরও অনেকে।

হালদার জোয়ারে প্লাবিত হাটহাজারীর মাইজপাড়া: জনজীবনে চরম দুর্ভোগ

বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠা করেছেন। তার দেখানো পথ অনুসরণ করে আমরা একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন করতে পারি।

অনুষ্ঠানে গাউসিয়া কমিটি দক্ষিণের সহ-সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, আলহাজ্ব হাবিবুল ইসলাম চৌধুরী, মুফতি মাওলানা জিল্লুর রহমান হাবিবী, আলহাজ্ব মাওলানা শওকত হোসেন রেজভী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা আজিজ উদ্দিন কাদেরী সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

AL Sheraz