গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননা

Raozan IT

গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননাঃ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী-চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজনে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী’র মহান ১০ মাঘ ১১৯ তম ওরশ শরীফ  উপলক্ষে ১ মাঘ, ১৫ জানুয়ারী রোজ সোমবার, বাদ আসর হতে, চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে “গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে প্রধান মেহমান হিসেবে ছদারত করছেন মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী ও বিশেষ মেহমান হিসেবে ছদারত করছেন আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

এতে দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন ও প্রতিষ্ঠাতা মোন্তাজেম পীরে ত্বরিকত, বিশিষ্ট গ্রন্থকার, ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরতুলহাজ্ব শাহ্‌সুফী সৈয়দ সিদ্দিক রেজা  (মাঃজিঃআঃ)  কে সম্মাননা স্মরক তুলে দেন আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী সৈয়দ আহমেদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী ও সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

গাউসুল আজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননা-২০২৫

এতে দেশ বরণ্য বহু উলামায়ে কেরাম ও আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী উপস্থিত ছিলেন। আগামী ২১শে জানুয়ারি দরবারে কামালিয়া শরীফের বার্ষিক ওরশ শরীফ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিতা মোন্তাজেম মোহতরম এর পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত রহিলো।

AL Sheraz