
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের আরও দুই স্বজন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি গতকাল শুক্রবার রাতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে ঘটেছে।
নিহত মো. রবিউল ইসলাম পেশায় ব্যবসায়ী এবং তার বাড়িও একই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়ঃ
শুক্রবার রাতে ফরহাদাবাদ ইউনিয়নে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে নিহত রবিউলের সাথে একই বাড়ির বাসিন্দা জসিমের কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত জসিম ঘর থেকে একটি চাকু (ছুরি) নিয়ে এসে রবিউল ইসলামের গলায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
আরো পড়ুনঃ কক্সবাজার ঈদগাঁওয়ের বিল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
এসময় রবিউলকে বাঁচাতে তার স্বজন ইমরুল হোসেন বাচ্চু এবং ইমন এগিয়ে এলে অভিযুক্ত জসিম তাদের ওপরও হামলা চালিয়ে আঘাত করে। আহত তিনজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ইমরুল হোসেন বাচ্চু ও ইমন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় জনগণ অভিযুক্ত জসিমকে আটক করে এবং পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি