
চট্টগ্রামে পরকীয়া প্রেমের জেরে প্রবাসী খুন; স্ত্রী ও তার প্রেমিক আটকঃ নগরীর চান্দগাঁও থানা এলাকায় পরকীয়া প্রেমের জেরে এক প্রবাসী খুন হয়েছেন। নিহত প্রবাসীর নাম আকিব (৩২)। এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ তার স্ত্রী এবং পরকীয়া প্রেমিক সাইফুলকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আকিব দীর্ঘদিন বিদেশে ছিলেন। এই সময়ে তার স্ত্রী পুষ্পা স্থানীয় এক যুবক, সাইফুলের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি আকিব দেশে ফিরে আসার পর বিষয়টি জানতে পারেন। এ নিয়ে পারিবারিকভাবে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
আরো পড়ুনঃ বিউটি পার্লারে ঝুলছিল রাউজানের প্রিয়াষ্কার মরদেহ
আকিবের এক বন্ধুর ভাষ্যমতে, “আকিব যখন বিদেশে ছিল, তখন তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। সে তার পরিবার থেকে আলাদা হয়ে ওই বাসায় চলে যায়, যেখানে এই ঘটনা ঘটেছে। আকিব দেশে ফেরার পর এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার রাতে পুষ্পা তার প্রেমিক সাইফুলকে বাসায় ডেকে আনে এবং তারা দুজনে মিলে আকিবকে ছুরিকাঘাতে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়।”
নিহত আকিবের মা জানান, পরকীয়ার কারণে তার ছেলেকে খুন করা হয়েছে। তিনি বলেন, “আমরা পারিবারিকভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু মেয়েটি শোধরায়নি। গতকাল রাতে তার প্রেমিকসহ আমার ছেলেকে খুন করেছে। আমি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চাই।”
আরো পড়ুনঃ রাউজানে সড়ক নয় যেন ছোট ছোট পুকুর!
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বহদ্দারহাট থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
পুলিশ বর্তমানে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
