
চট্টগ্রামের লোহাগাড়ায় বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় হাসান রিয়াদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
-
নিহত: হাসান রিয়াদ (২৬)
-
পিতা: হাফেজ আব্দুল কুদ্দুস
-
ঠিকানা: উপজেলার চরম্বা ইউনিয়নের লোকতারপাড়া এলাকা।
আরো পড়ুনঃ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প: উৎপত্তিস্থল মিয়ানমার
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল একটি বালু বোঝাই ট্রাক। এ সময় ট্রাকটি মোটরসাইকেল আরোহী হাসান রিয়াদকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান:
“সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ বর্তমানে লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমরা লাশ পরিবারের কাছে হস্তান্তর করব।”
আরো খবরঃ রাউজানে পথেরহাট থেকে চৌধুরীহাট ৩ কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজ শুরু
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটিকে ইতোমধ্যে শনাক্ত করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক বা তার সহকারীকে আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।


২ thoughts on “চট্টগ্রামে বালু বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত”
Comments are closed.