চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নাছির উদ্দীন তালুকদার

রাউজান নিউজ ডেক্স ঃ

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নাছির উদ্দীন তালুকদার। ৫ নভেম্বর দুপুরে বিষয় টি তিনি মুটোফোনে নিশ্চিত করেন। 

তিনি রাউজানবাসির কাছে দোয়া চেয়ে বলেন- আগামী সংসদ নির্বাচনে আমার উপর রাউজানবাসি আস্তা রাখলে আমি রাউজানকে একটি শান্তির জনপদে পরিণত করা এবং জুলাই পরবর্তী জনগণের আকাঙ্খা বৈষম্যহীন একটি রাউজান উপহার দেওয়া। আমার মার্কা হচ্ছে মাথাল, এটি জনগণের মার্কা।

AL Sheraz