চার দফা দাবিতে রাউজানে শিক্ষকদের মানববন্ধন

AL Sheraz

রাউজান নিউজ ডেক্স :

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি ও মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাউজান উপজেলা পরিষদের সামনে এসব দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন  বাংলদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা উত্তর শাখা সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেন মাষ্টার,গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ্, উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস দাশ গুপ্ত, কদলপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন,ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত মহাজন ,ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের প্রধান শিক্ষক বিশু চৌধুরী, রাউজান  সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুন, যুগ্ন সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম রিজভী, পিন্টু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক  মৌলানা ইয়াসিন হায়দারী, দপ্তর সম্পাদক মোঃ হোসেন, আবু তৈয়ব মাষ্টার প্রমুখ।

 

পরে ৪ দফা দাবী সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।

AL Sheraz
AL Sheraz