
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ এই সাহিত্যিক দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ২০০৬ সালে ব্রেইন স্ট্রোকের পর থেকে তাঁর শরীরের ডান পাশ অবশ ছিল। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে এবং ফুসফুসে পানি জমায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও সকাল পৌনে ৭টার দিকে তিনি পরলোকে গমন করেন।
রাউজানের সকল খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ Raozan News
১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। তাঁর জীবনসংগ্রাম ও সাহিত্যযাত্রা ছিল অনুপ্রেরণার। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করলেও সৃজনশীলতায় তিনি ছিলেন অনন্য। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসর গ্রহণ করেন।
১৯৬৩ সাল থেকে তোপখানা রোডের একটি সাধারণ ঘর থেকে তাঁর স্বাধীন লেখালেখির যাত্রা শুরু হয়। ‘কচিকাঁচার আসর’, ‘খেলাঘর’ ও ‘মুকুলের মাহফিল’-এর মতো জনপ্রিয় সব শিশু-কিশোর পাতায় নিয়মিত লিখতেন তিনি। প্রায় ছয় দশক ধরে ব্যঙ্গ, রস, নৈতিক শিক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ছড়া লিখে তিনি বাংলা শিশুসাহিত্যে নিজের এক অবিচ্ছেদ্য অবস্থান তৈরি করেন। পাঠক ও সমালোকদের কাছে তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ হিসেবে নন্দিত ছিলেন।
তাঁর রচিত কালজয়ী গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, এলোপাতাড়ি।
চন্দনা রঞ্জনার ছড়া, নদীর খেলা, চিচিং ফাঁক।
সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, প্রিয় ছড়া শতক।
জীবনের ভেতরে বাইরে (স্মৃতিকথা) এবং সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার।
ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে তাঁকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রদান করা হয়। এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননাসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
সুকুমার বড়ুয়ার প্রয়াণে দেশের সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি
