ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Raozan IT

চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগাহ ময়দানে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ মাহান জামাতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন, যা ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।

সকাল থেকেই ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরা অভিভাবকদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ছামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলহাজ্ব রেজাউল করিম খুৎবা পাঠ করেন।

খুৎবা শেষে দেশ ও জাতির মঙ্গল, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহ ময়দানে মুসল্লিদের ভিড় ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ঈদের পবিত্রতা ও সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তোলে।

AL Sheraz