ছামিদর খোয়াং এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত: চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ছামিদর খোয়াং এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিল ৮ সেপ্টেম্বর, সোমবার ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগা ময়দানে আয়োজন করা হয়।
অনুষ্ঠান সূচি শুরু হয় বাদে যোহর থেকে পবিত্র খতমে কুরআন ও পবিত্র গাউসিয়া শরীফ পাঠের মাধ্যমে। বাদে এশা থেকে মূল আজিমুশশান মিলাদ মাহফিলের কার্যক্রম শুরু হয়।
আরো পড়ুনঃ রাউজানে সড়ক নয় যেন ছোট ছোট পুকুর!
ছামিদর খোয়াং কেন্দ্রিয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স, আঞ্জুমানে নঈমীয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মখদুমে আহলে সুন্নাত পীরে ত্বরিক্বত হযরত শাহ ছুফী আল্লামা হাফেজ মুহাম্মদ শাহ্ আলম নঈমী আশরাফী, রজভী, বারকাতী, মুনঈমী মাদ্দাজিল্লুহুল আলী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বলুয়ার দিঘীর পাড়, খানকা-এ কাদেরীয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়ার পেশ ইমাম, হাফেজ মুহাম্মদ আবুল হোসাইন আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস ও হযরত কালু শাহ (রহঃ) জামে মসজিদের খতীব মুজাহিদে মীল্লাত, রওনাকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী।
মাহফিলে সালামী পেশ করেনঃ ছামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মনজুরুল ইসলাম।
আরো পড়ুনঃ প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন নোয়াপাড়ায় ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি দিলেন
এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসী ও শত শত আশেকে রাসুল (সা.) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, মাহফিল আয়োজক কমিটির সকল কর্মকর্তা,সদস্যবৃন্ধ, প্রবাসী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আজিমুশশান মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে বিশ্বের সকল মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনা করে মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণের মাধ্যমে। এই ধর্মীয় আয়োজন এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি