জমি নিয়ে বিরোধ ভাতিজার ইটের আঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু

AL Sheraz

জমি নিয়ে বিরোধ ভাতিজার ইটের আঘাতে চাচার মর্মান্তিক মৃত্যুঃ জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে খুন হলেন এক চাচা। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৫৫)। তিনি উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের চতুর্থ সন্তান। অভিযুক্ত ভাতিজা হেলাল, নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।

আরো নিউজঃ রেকর্ডের পাতায় চট্টগ্রাম: দেশের শীর্ষ ৩৪ প্রবাসী পেলেন সিআইপি মর্যাদা!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালামের সাথে তাঁর ভাতিজা হেলাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সোমবার সকালে এই জমির বিরোধ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে প্রথমে বাদানুবাদ শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা হেলাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে চাচা আবুল কালামকে ইট দিয়ে সজোরে আঘাত করে। এতে আবুল কালাম গুরুতরভাবে আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুঃখজনকভাবে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরোঃ চার খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও স্ত্রীর জামিন

নিহতের বড় ভাই আবুল খায়ের এই ঘটনায় স্তম্ভিত। তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না, হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া-বিবাদ হয়নি। কি থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করলো, বুঝে উঠতে পারছি না।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় চাচার হাতে ভাতিজার নিহত হওয়ার খবর শুনেছি। অভিযুক্ত ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।”

আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

AL Sheraz
AL Sheraz