

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এ বিশেষ জামাত পরিণত হয় এক অপূর্ব আধ্যাত্মিক মিলনমেলায়, যেখানে ঈদের আনন্দ ও আত্মশুদ্ধির মাধুর্য একসঙ্গে প্রতিফলিত হয়েছে।
আরো পড়ুনঃ ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
সকাল থেকেই মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও স্বজনদের সঙ্গে একত্রে ঈদের এই বিশেষ নামাজে অংশ নেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এ নামাজের ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী। নামাজ শেষে তিনি ধর্মীয় নির্দেশনা সম্বলিত খুতবা প্রদান করেন এবং মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
ঈদুল ফিতরের এই পবিত্র দিনে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং আন্তরিক ধর্মীয় আবহ মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
