ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে টেরিবাজারের ব্যবসায়ীর আত্মহত্যা

AL Sheraz

চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন (৪১) আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কদমতলী এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। আজ (শনিবার) বেওয়ারিশ হিসেবে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবার ভোরে টেরিবাজারের বাসা থেকে বেরিয়ে যান। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও হদিস না পেয়ে অবশেষে তাঁর ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরো পড়ুনঃ চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের বৈঠকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

পরের দিন (শুক্রবার) খবর পাওয়া যায়, মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবারই আত্মহত্যা করেছেন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। দীর্ঘ সময় কেউ মরদেহের খোঁজ নিতে না আসায় পুলিশ এটি আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করে। আঞ্জুমানে মফিদুল ইসলাম সূত্র নিশ্চিত করেছে যে, তাঁর মরদেহ গতকাল বেওয়ারিশ লাশ হিসেবে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বলেনঃ

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, অপর এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা পাওনা থাকার কারণে মোহাম্মদ কামাল উদ্দিন গভীর মানসিক চাপে ছিলেন। সেই টাকা ফেরত না পাওয়াই তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।”

মরহুম মোহাম্মদ কামাল উদ্দিন স্ত্রী এবং তিন পুত্র সন্তান রেখে গেছেন।

AL Sheraz
AL Sheraz