মীর আসলাম (রাউজান নিউজ) :
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন ড. মোহাম্মদ ইউনুচ চট্টগ্রামবাসীর গর্বিত সন্তান। তিনি প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালনে আমি ব্যক্তিগত ভাবে খুশি।
৪ জানুয়ারী শনিবার বিকালে নোয়াপাড়া পথেরহাটে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করে বলেন যদি সুযোগ হয় দক্ষিণ রাউজানে একটি থানা ও নোয়াপাড়ায় পৌরসভায় করা হবে। রাউজানকে সকলের জন্য নিরাপদ রাখতে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।
পথেরহাট চত্তরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জানে আলম ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন প্রবাসী বিএনপি নেতা হাজি জসিম উদ্দিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু , মোঃ সরাফত আলী, নুরুল আফসার মেম্বার, সৈয়দ মঞ্জুল হক, উত্তর জেলা যুবদলের সাবের সুলতান কাজল, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ তালুকদার, এডভোকেট মোহাম্মদ হাশেম , এডভোকেট তাজুল ইসলাম, শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, কাজী আবুল বাশার, আরফাত হোসেন রানা, হাফেজ মোহাম্মদ হাশেম, এস এম ইউসুফ, মোহাম্মদ এনামুল্লাহ, মোঃ হারুন, মমিনুল হক, নুরুল আলম, মোজাহিল ইসলাম, শফিউল আজম, জানে আলম সিকদার, মোহাম্মদ আব্দুল সবুর, আবুল কাশেম রানা, মোহাম্মদ ফোরকান, সেলিম উদ্দিন, ইশতিয়া চৌধুরী অভি, শাহাদাত মির্জা, শাহজাহান সাহিল, দিদারুল আলম , আজম আলী, মাহাবুর আলম, ইয়াসিন আরাফাত, জাহেদ আরাফাত নয়ন, গিয়াস উদ্দিন,আব্দুল কাদের প্রমুখ।