শিক্ষিত, মার্জিত ও সুদক্ষ জাতি গঠনের লক্ষ্য নিয়ে রাউজানের গশ্চি, গরিব উল্লাহ পাড়ায় গত ৩ই ফেব্রুয়ারি পবিত্র কোরানে কারীম তেলওয়াত ও মিলাদ কেয়ামের মাধ্যমে যাত্রা শুরু করেছে তোহফা কোচিং সেন্টার। ২য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান শাখায় ভর্তি চলছে।
আরো পড়ুনঃ রাউজানে প্রথম কিডনি ডায়ালাসিস, উদ্বোধন হবে ৭ ফেব্রুয়ারি
কোরআন ও বিশেষ ধর্মীয় শিক্ষা, আলাদাভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরবি, কুরআন, ফিকাহ ও উর্দু বিষয়ের বিশেষ ক্লাস। স্কুলের শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গণিত, বাংলা ও বিজ্ঞান সহ সকল বিষয়ে প্রশিক্ষণ।
পরিচালনায়ঃ মোহাম্মদ তৈয়ব রেযা, ফাজিল বিএ/বিএসএস (অনার্স) ঠিকানাঃগরিব উল্লাহ পাড়া, গশ্চি, রাউজান, চট্টগ্রাম। যোগাযোগঃ ০১৮৫১-৮৩০১৮৬, ০১৮৫৮-৩৭৭৪৮৭
তোহফা কোচিং সেন্টার সাফল্যের সোপান, ভবিষ্যতের গন্তব্য!
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি