থাইল্যান্ডের ভূমিকম্পে কোনো বাংলাদেশি হতাহত হয়নি

Raozan IT

রাউজান নিউজ ডেক্স :

থাইল্যান্ডের ভূমিকম্পে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস।

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানায়, শুক্রবার (২৮ মার্চ) ব্যাংকক ও পার্শ্ববর্তী এলাকায় সংগঠিত ভূমিকম্পের বিষয়ে দূতাবাস নিয়মিত খোঁজ খবর রাখছে।

এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোনো ধরনের বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় কর্তৃপক্ষ এবং আবাসন সংস্থার নির্দেশনা ও পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের ওয়েবসাইটে হেল্পডেস্কের হটলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

শুক্রবার (২৮ মার্চ) থাইল্যান্ড ও মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

 

 

 

AL Sheraz