নবজাতক ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ড. মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী এখন চেম্বার করেন ওমান ফার্ম্মেসীতে

AL Sheraz

রাউজান নিউজ ডেক্স.
দেশের নবজাতক ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ড. মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী এখন চেম্বার করছেন রাউজানের নোয়াপাড়া পথের হাটের মেসার্স ওমান ফার্ম্মেসীতে। এমবিবিএস,পিজিটি(শিশু মেডিসিন) ডিগ্রীসহ এই চিকিৎসকের রয়েছে আমেরিকার বোস্টন, জার্মানীর মিউনিখ ইউনিভাসিটিসহ দেশ বিদেশের খ্যাতিমান অনেক প্রতিষ্ঠানের চিকিৎসা শাস্ত্রের বহু ডিগ্রী। চিকিৎসা সেবায় তিনি পেয়েছেন দেশ বিদেশ থেকে প্রশংসা সূচক বহু সনদ। সুনামের সাথে শিশু ও নবজাতকের চিকিৎসা সেবা দিয়ে তিনি দেশে হাজার হাজার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
জানা যায়, রাউজানের মানুষের অনুরোধে তিনি নোয়াপাড়া পথের হাটে ওমান ফার্ম্মেসীতে চেম্বার করছেন।
এই বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার ওমান ফার্ম্মেসী থেকে বের হয়ে এক শিশু রোগির অভিভাবক সালমা আকতার বলেছেন তার শিশু বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভোগছিলেন। অনেক চিকিৎসক দেখিয়েছি। কিন্তু ভাল হয়নি। ড. মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীর কথা শুনে এই বিশেষজ্ঞের চিকিৎসকের চেম্বার এসে শিশুটির চিকিৎসা করিয়ে আমার শিশু এখন সুস্থ। তার প্রেসকিপসনের ঔষধ ব্যবহার ও তার হাতের ছোঁয়ায় আল্লাহ’র রহমতে আমার শিশুটি ভাল হওয়ায় আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। এই অভিভাবক বলেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী অত্যান্ত যত্নসহকারে রোগি দেখেন। আমি তার জন্য দোয়া করি। ওমান ফার্ম্মেসীর পক্ষে জানানো হয়েছে এই চিকিৎসক এখন প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত মেম্বার করেন। তাঁর সিরিয়াল পেতে ০১৮১৯-৩৪৯৩৬৯ নাম্বারে যোগাযোগ করা যাবে।

AL Sheraz
AL Sheraz