
চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক বৃদ্ধের বিকৃত মৃতদেহ নিজ বাড়ির উঠানের মাটির গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আশরাফ মিয়া (৬৫), যিনি এলাকায় ‘ফকির’ নামে পরিচিত ছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি উপজেলার কালীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় ঘটেছে।
নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার:
-
নিহত ব্যক্তির পরিচয়: আশরাফ মিয়া (প্রকাশ ফকির), বয়স ৬৫। তিনি কালীপুর ইউনিয়ন এর পূর্ব টেমাপাড়া এলাকার মৃত ফরিদের ছেলে।
-
উদ্ধারের সময়: রবিবার (২৩ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
-
ঘটনা প্রবাহ: স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ মিয়া গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। এদিন সকালে তার বাড়ির উঠানে গাছে পানি দিতে গিয়ে স্থানীয়রা নতুন করে মাটি ভরা একটি গর্ত দেখতে পান। এতে সন্দেহ হলে তারা মাটি সরিয়ে দেখেন যে সেখানে একটি মৃতদেহ পুঁতে রাখা হয়েছে।
পুলিশের বক্তব্য ও তদন্ত:
এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বাঁশখালী থানায় খবর দেন।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানানঃ
“মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছেছে। এটি একটি সন্দেহজনক মৃত্যু। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

