গত ২৬শে নভেম্বর দক্ষিন রাউজানের নোয়াপাড়ায় নির্মানাধীন ভবনের ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতা বশত ইলেকট্রনিক শক খেয়ে গুরুতরো আহত হন মুহাম্মদ বাপ্পী। গুরুতরো আহত অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়ার পাইওনিয়ার হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেদিন রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুনঃ দুবাই প্রবাসী একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম
আহত হওয়ার তিন দিন পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩০শে নভেম্বর বৃহস্পতিবার সকালে তাঁর লাশ বাড়ীতে নিয়ে আসা হয়। সকাল দশটার সময় ছামিদর খোয়াং ঈদগা ময়দানে তার জানাজা শেষে ছামিদর খোয়াং জামে মসজিদ পার্শস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাপ্পি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের ছামিদর কোয়াং গ্রামের বাসিন্দা মৃত মুহাম্মদ রানার একমাত্র সন্তান। মৃত্যুর সময় মা, গর্ভবস্থায় স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলেসন্তান রেখে মারা যান।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি