পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ও আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহঃ এর বার্ষিক সালানা ওরশ মুবারক উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা, এলাকাবাসী ও প্রবাসিবিন্দের সার্বিক সহযোগিতায় ১২ আগষ্ট ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগাহ ময়দানে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামিদার খোয়াং শাখার সভাপতি ডাঃ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ছামিদর খোয়াং জামে মসজিদ এর খতিব মাওলানা রেজাউল করিম আলকাদেরি সাহেব প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরতুলহাজ্ব মাওলানা আবুল কালাম বয়ানি মা.জি.আ।
রাউজানের সকল খবর সবার আগে জানতে ভিজিট করুনঃ রাউজানের খবর
বিষেশ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খাইরুল আমিন চিশতি মা.জি.আ। সালামি পেশ করলেন হাফেজ মুহাম্মদ আবুল হোসেন সাহেব। নাতে রাসুল পরিবেশনা করেন শায়ের মুহাম্মদ রাকিব হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখার সদস্য,কর্মকর্তা বৃন্ধ এবং এলাকাবাসী।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি