চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এক জরুরি নির্দেশ জারি করেছেন। এই নির্দেশনায় সশস্ত্র সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে 'ব্রাশফায়ার' করার জন্য থানা ও টহল পুলিশ সদস্যদের প্রতি মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
মূল নির্দেশনাসমূহ:
সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে কমিশনার মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কয়েক দফা পৃথক নির্দেশনায় এই উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
আরো পড়ুনঃ রাউজানের ছেলে ইমরান উদ্দিন সিদ্দিকী নেপালের চুলু ফার ইস্ট পর্বতের চূড়ায়
কমিশনারের বক্তব্য:
এই নির্দেশনার বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, "বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে, তা হতে পারে না। এজন্য সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছি।"
তিনি আরও স্পষ্ট করেন যে এই নির্দেশনা শুধুমাত্র সশস্ত্র অপরাধীদের জন্য প্রযোজ্য। তিনি বলেন, "দেখামাত্র ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই, তার ওপর তো আর এসএমজি ইউজ করবো না।"
এই কঠোর পদক্ষেপটি মূলত নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সশস্ত্র দুর্বৃত্তদের তৎপরতা তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি