
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সাথে হাত ও গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা বাগান মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (১৭)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মো. আলীর ছেলে।
আরো পড়ুনঃ বোয়ালখালীতে এনজিও ঋণে জর্জরিত মাইক্রো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উদালিয়া বিট ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। বিট ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব জানান:
মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি