ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে কাদেরিয়া মঞ্জিলের মিলাদ মাহফিল

দক্ষিণ রাউজানস্থ ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কচুখাইন গ্রামস্থ হাজী চাঁন মিয়া সওদাগরের বাড়িতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাদেরিয়া মঞ্জিলের সৌজন্যে এবং কাতার প্রবাসী আজীজ আল কাদেরীর পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাদে আসর হতে খতমে গেয়ারবি শরীফ অনুষ্ঠিত হয়। খতমে গেয়ারবি শরীফ পরিচালনা করেন আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরাতুলহাজ্ব আল্লামা কাজী মাহমুদুল হক আলকাদেরী। খতমে গেয়ারবি শরীফে স্থানীয় ওলামায়ে কেরাম সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

বাদে এশা থেকে মূল মিলাদ মাহফিল আরম্ভ হয়। মাহফিলে তকরির পেশ করেন মাওলানা আবূ যাহরা মুহাম্মদ মোজাম্মেল হক। তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুমের তাৎপর্য এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান আলোচনা করেন।

উক্ত মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

AL Sheraz