বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজঃ বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে মো. ইকবাল হোসেন (২৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে জলপ্রপাতে নামলে প্রবল স্রোতে তিনি ভেসে যান। নিখোঁজ পর্যটক ইকবাল হোসেন ঢাকার ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকা থেকে আসা ১১ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন।

আরো পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণে পুড়ল আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা থেকে ১১ জনের ওই পর্যটক দলটি থানচি ভ্রমণে আসে। বিকেলে তারা নাফাখুম জলপ্রপাতে পৌঁছান এবং কয়েকজন পানিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে পানির তীব্র স্রোতে ইকবাল হোসেন ডুবে যান। সহপাঠীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা অমান্য ও গাইড ছাড়া ভ্রমণ স্থানীয় ট্যুরিস্ট গাইড সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে নাফাখুম জলপ্রপাতে পর্যটকদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকরা কেবল তীন্দু ও রেমাক্রী বড়পাথর পর্যন্ত ভ্রমণ করতে পারেন। এছাড়া ভ্রমণে স্থানীয় গাইড সঙ্গে নেওয়া বাধ্যতামূলক।

আরো খবরঃ মহানগরীর কোনাবাড়ীতে মেয়ের সামনেই স্ত্রীকে হত্যা – স্বামীর আত্মহত্যার চেষ্টা

তিনি বলেন, “নিখোঁজ হওয়া পর্যটক দলটি স্থানীয় কোনো গাইড ছাড়াই এবং নিষেধাজ্ঞা অমান্য করে নাফাখুম জলপ্রপাতে গিয়েছিল। এলাকাটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গাইড ছাড়া সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক।”

পুলিশের বক্তব্য থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। তাকে উদ্ধারে পুলিশ ও বিজিবি তৎপর রয়েছে।

AL Sheraz