
বান্দরবানে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধারঃ বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাতে নিখোঁজ হওয়ার দুদিন পর মো. ইকবাল হোসেন (২৪) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল জলপ্রপাতের পাথরের ফাঁক থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইকবাল হোসেন ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার ডেমরা থেকে ১১ জনের একটি পর্যটক দল থানচির নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যায়। গত শুক্রবার বিকেলে ইকবাল তার সফরসঙ্গীদের সঙ্গে জলপ্রপাতের পানিতে গোসল করতে নামলে তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হন।
চট্টগ্রামের খবরঃ রাঙামাটিতে টেক্সিতে হাতির হামলা, দুই নারীর মৃত্যু
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম জানানঃ
"মরদেহটি একটি গভীর গুহার ভেতরে পাথরে আটকে ছিল। জায়গাটি অত্যন্ত স্রোতপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ জটিল ছিল। তিনজন ডুবুরি অক্সিজেন ব্যবহার করে পর্যায়ক্রমে প্রায় আট ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশটি উদ্ধার করতে সক্ষম হন।"
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেনঃ
"নাফাখুম জলপ্রপাত একটি পাথুরে এবং তীব্র স্রোতের এলাকা। অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে ভ্রমণ, ছবি তোলা বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা পর্যটকদের বারবার গাইড ছাড়া না যাওয়ার জন্য আহ্বান জানাই।"
আরো খবরঃ মাত্র ১২০০ টাকার জেরে মোবাইল মেকানিককে নৃশংসভাবে খুন
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানানঃ
ঘটনাস্থল থেকে পুলিশের একটি ছয় সদস্যের দল লাশটি থানায় নিয়ে আসে। উল্লেখ্য, থানচি থেকে নাফাখুম পর্যন্ত যাতায়াতে প্রায় দশ ঘণ্টা পায়ে হাঁটতে হয়।
ওসি আরও জানান, সোমবার (আজ) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি