
রাউজান: চট্টগ্রাম শহরের একটি বিউটি পার্লার থেকে প্রিয়াষ্কা দে (৩৫) নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টম্বর) রাতে চট্টগ্রাম শহরের জিইসি এলাকার ‘নাদিয়া মেকওভার’ নামের পার্লার এর বাথরুম থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রিয়াষ্কা দে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমির দে’র মেয়ে। তার স্বামীর বাড়ি বাঁশখালী বলে জানা গেছে। তার স্বামী সজিত দত্তসহ চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাউজানের বাবার বাড়িতে সৎকার করা হয়।
এদিকে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এই ঘটনায় পুলিশ তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেন। নিহত নারী ওই পালারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলইমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এবি/হামজা

One thought on “বিউটি পার্লারে ঝুলছিল রাউজানের প্রিয়াষ্কার মরদেহ”
Comments are closed.