বিজয় দিবস ২০২৪ ও চট্টগ্রাম ভাষায় অনলাইন নিউজ চ্যানেল C71 NEWS এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনঃ ফরানর চট্টগ্রাম এই স্লোগানে C71 NEWS সফলতার প্রথম বছর পার করেছেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়কে এবং ৫ আগস্ট ২০২৪ এক অকল্পনীয় অবিস্মরণীয় দিনকে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উদযাপন এবং C71 NEWS এর এক বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম কোতোয়ালি কোয়ান্টাম হলে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এবং C71 NEWS এর পরিচালক মুহাম্মদ জাহেদ উল হাসানের পরম শ্রদ্ধেয় পিতা ও চট্টগামের বহুল জনপ্রিয় ক্যাসেট ও সিডি প্রযোজনা প্রতিষ্ঠান জাহেদ ইলেক্ট্রনিক্স এর প্রতিষ্ঠাতা মরহুম হাসানুজ্জামান সাহেবকে স্মরণের মাধ্যমে অনুষ্ঠানে মূল কার্যক্রম শুরু করা হয়।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন C71 NEWS এর অন্য পরিচালক ইফতেখারুল হাসান। রণ বিক্রম সেনের অনন্য উপস্থাপনায় ও C71 NEWS এর পরিচালক মুহাম্মদ জাহেদ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সহ সভাপতি মুহাম্মদ মহিন উদ্দীন চৌধুরী, চিশতি টিভি অনলাইনের পরিচালক সৈয়দ মুহাম্মদ আব্দুল লতিফ, একুশে ফটোগ্রাফি এর সত্ত্বাধিকারী মুহাম্মদ পেয়ারুল ইসলাম, গীতিকার বেলাল উদ্দীন হৃদয়, রাউজান আইটি এর পরিচালক মুহাম্মদ হাবীব উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সি প্লাস টিভি এর উপস্থাপক মাওলানা ক্বরী মুহাম্মদ আরমানুর রহমান, শিক্ষিকা মিসেস রেহেনা আক্তার রানু, ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর কাজী রবিউল হোসেন জিসান, একুশে ফটোগ্রাফি ও C71 NEWS এর সিনিয়র সিনেমাটোগ্রাফার মুহাম্মদ সাইফুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন C71 NEWS এর পরিচালক মুহাম্মদ জাহেদ উল হাসানের সহধর্মিণী ও সুঁই সুতা পান্না পেইজের এডমিন ফরমিনা আক্তার পান্না এবং C71 NEWS রিপোর্টার মুহাম্মদ শহীদুজ্জামান, নাফিসা হাসান আসফি, জাহারা হাসান জারিন। ফ্রেন্ডস ব্লাড ডোনার এর চেয়ারম্যান মুহাম্মদ মেহরাজ, আলোকায়ন ফাউন্ডেশন এর সভাপতি কুদ্দুস আমিরী, সহ সভাপতি বিজয় মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শিশির খান, ছাত্রী বিষয়ক উপ সম্পাদিকা উম্মে সালমা তাহেরা ও নাদিয়া, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ অপু, মুহাম্মদ নুরু, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ জিলান, মুহাম্মদ সাকিব সহ অন্যান্যরা।
মেডিটেশন ও সমাজসেবামূলক কার্যক্রমের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ও নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় হাউস অফ কেক এর স্বত্বাধিকারী আন্নু চৌধুরী ও এডমিন নাফিসা আহাম্মেদ সাইমা কে। আলোকায়ন ব্লাড ব্যাংকের পক্ষ হতে C71 NEWS কে সম্মাননা স্মারক প্রদান করেন আলোকায়ন ফাউন্ডেশন এর সভাপতি কুদ্দুস আমিরী ও আলোকায়ন ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন C71 NEWS এর সফলতা কামনা করেন এবং সবাইকে C71 NEWS এর সাথে থেকে নিরপেক্ষ সংবাদ উপস্থাপনে উৎসাহ যোগাতে আহবান করেন।