বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

Raozan IT

রাউজান নিউজ ডেক্স :

মায়ের সাথে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আলভী নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলভী (৪) চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের ছেলে।

রোববার বিকালে আলভীর মরদেহ রাউজান পৌরসভার তার নিজ গ্রামে এনে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে গত শনিবার দুপুরে আলভীকে নিয়ে ফটিকছড়ি উপজেলায় দাওয়াতে গিয়েছিলেন শিশুটির মা শরীফা আকতার।

জানা যায়, সেখানে সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিলো তখন আলভী উঠোনে খেলছিল। খেলার একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরে রোববার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল ওই শিশু।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুমন গণমাধ্যমকে বলেন- তথ্য পেয়ে মোবাইল টিম পাঠিয়েছিলাম, তারা ঘটনাস্থল পৌছার আগেই বাচ্চার অভিভাবকরা বাচ্চাটির লাশ রাউজান নিয়ে গেছে। কারো কোনো অভিযোগ নেই।

AL Sheraz