কামরুল ইসলামা বাবু ঃ
ব্যাংক এশিয়া লিঃ এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ নভেম্বর) দক্ষিণ রাউজানে নোয়াপাড়া পথেরহাট শাখায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে বর্ষপূতি উদ্বোধন করেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মোঃ শফি।
ব্যাংক এশিয়া নোয়াপাড়া পথেরহাট শাখা ব্যবস্থাপক মোঃ আনিসুল হক চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর টুটুল, পাইওনিয়ার হসপিটাল লিঃ এর চেয়াম্যান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফজল করিম বাবুল, কসমিক হাপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সাবেক ব্যাংকার মোঃ রফিক, ব্যবসায়ী মোঃ বাবর, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম বাবু, ব্যাংকার আরমানুজ্জামান, সাদিকুর রহমান, মাইনুদ্দিন, ইমতিয়াজ উদ্দিন, নাজমুল হাসান প্রমুখ।
শাখা ব্যবস্থাপক মোঃ আনিসুল হক চৌধুরী বলেন- ১৯৯৯ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করে দক্ষ উপায়ে কার্যক্রম পরিচালনা ও যুগোপযোগী সেবা প্রদানের মাধ্যমে স্বল্প সময়ে ব্যাংক এশিয়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রথম সারিতে স্থান করে নেয়। করপোরেট ব্যাংকিং দিয়ে যাত্রা শুরু করা ব্যাংক এশিয়ার বর্তমানে ১৩৫টি শাখা, ১৫টি ইসলামিক উইন্ডো, ৫ হাজারের এর বেশি এজেন্ট আউটলেট, ৫০ হাজারের বেশি মাইক্রো-মার্চেন্ট রয়েছে। যার মাধ্যমে ব্যাংকটি মানুষের দোরগোড়ায় স্বাচ্ছন্দ্যে সব প্রকার ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি