
ভয়াবহ বিস্ফোরণে পুড়ল আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়িঃ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কার্লোস স্পেগাজিনি (Carlos Spegazzini) এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ঘটা এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলের পাশেই আলবিসেলেস্তে জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াড মেম্বার ফ্রাঙ্কো আরমানির বাসা।
বিস্ফোরণের বিবরণ ও ক্ষয়ক্ষতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোভয়াবহ বিস্ফোরণে পুড়লর্টস’ ও ‘ক্লারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, কার্লোস স্পেগাজিনি মূলত একটি শিল্পাঞ্চল। শুক্রবারের এই বিস্ফোরণটি একটি কেমিক্যাল উৎস থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, এর প্রভাব উৎসস্থল থেকে প্রায় ২০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
প্রতিদিন খেলাধুলার সকল খবর পেতে ভিজিট করুনঃ খেলাধুলার সর্বশেষ খবর
স্থানীয় ফায়ার সার্ভিস, বোনায়েরেন্স পুলিশ এবং জরুরি সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের সঠিক কারণ বা উৎসস্থল সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফ্রাঙ্কো আরমানির অবস্থা দুর্ঘটনার সময় ফ্রাঙ্কো আরমানি বা তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। আরমানি সে সময় টিম হোটেলে অবস্থান করছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ ও আগুনের প্রভাবে আরমানির বাড়ির কাঠামো খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, এলাকাটি বর্তমানে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। কেমিক্যাল ও ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ায় পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ফলে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আরমানি ও তার পরিবার এখনই সেখানে ফিরতে পারছেন না। ওই এলাকায় সাধারণের যাতায়াতও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আহত ও উদ্ধার কার্যক্রম এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ‘এজেইজা ইন্তারজোনাল হাসপাতাল’ ও ‘ক্যানিং হেলথ সেন্টারে’ ভর্তি করা হয়েছে।
আর্জেন্টাইন শিল্প প্রতিষ্ঠান ‘মন্তে গ্রান্দে গ্রুপ’-এর পরিচালক কার্লোস সান্তোরো এ বিষয়ে বলেন,
“আমরা বর্তমানে রেড কোড বা জরুরি পরিস্থিতিতে আছি। আহতদের অনেকেই আশপাশের এলাকার বাসিন্দা, যারা নিজের ঘরে থেকেই আঘাত পেয়েছেন। তবে স্বস্তির খবর হলো, আহতদের কারোই জীবনের ঝুঁকি নেই।”
আরমানির ক্যারিয়ার সংক্ষেপ ফ্রাঙ্কো আরমানি বর্তমানে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট এর হয়ে খেলছেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন। এছাড়া কাতার বিশ্বকাপ-২০২২ এ তিনি এমিলিয়ানো মার্টিনেজের ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে আর্জেন্টিনা স্কোয়াডের সদস্য ছিলেন।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি