

রাউজান নিউজ ডেক্স ঃ
হালদা নদীর জীব বৈচিত্র রক্ষায় ভুজপুর রাবার ড্যাম অপসারণ, মা মাছ অভারণ্য সৃষ্টিতে হালদারমুখ মোহরাসহ নদীতে বালু বহনকারী যান্ত্রিক নৌযান বন্ধ করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজানের সর্তারঘাট এলাকায়। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে হালদার পোনা আহরণ ও সংরক্ষণ সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মঞ্জরুল কিবরিয়া।
পোনা আহরণ ও সংরক্ষণ সমন্বয় পরিষদের নেতা আশেক রসুল রোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন পোনা আহরণ ও সংরক্ষণ সমন্বয় পরিষদের সমন্বয়ক রাজিব বড়ুয়া, হালদা পাড়ের বাসিন্ধা ডিম সংগ্রহকারী জনি বড়ুয়া, শিমুল বড়ুয়া, যুবদল নেতা আবদুল মান্নান, মোঃ ওসমান, মোস্তাক আহম্মদ, আলী আজগর, সমর্থ বড়ুয়া, মোহম্মদ নজরুল প্রমুখ। কর্মসূচিতে হালদা গবেষক ড. মঞ্জরুল কিবরিয়া বলেন, হালদা নদী ভুজপুর রাবার ড্যামের কারণে অভিশপ্ত । এ রাবার ড্যাম নদীর জোয়ার ভাটা বাধাগ্রস্ত করছে। ডিম ছাড়ার মৌসুমে মা মাছের প্রবেশ পথ রুদ্ধ হচ্ছে।
আশেক রসুল রোকন বলেন, দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে রক্ষায় নদীর পাড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যেকোনো মূল্য আমাদের জীবন জীবিকার উৎস হালদাকে বাঁচতে হবে।
